এনএসইউর সাবেক উপ-উপাচার্যসহ তিনজনের জামিন
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর হামলাকারীদের বাড়িভাড়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্ত অপর দুজন হলেন উপ-উপাচার্যের ভাগ্নে আলম চৌধুরী এবং বাসার তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান তুহিন।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসিন আরাফাত চৌধুরীর আদালতে তিনজনের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
রনপ কুমার জানান, তাঁদের বিরুদ্ধে ৫৪ ধারা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে বিধায় আদালত জামিন দিয়েছেন।
গত ১৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পুলিশের অভিযোগ, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট এ/৬ এ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর জঙ্গিরা একত্রিত হয়েছিল। জঙ্গিদের অন্য সহযোগীরা এ ফ্ল্যাট গত ১৬ মে ভাড়া নেয়। গুলশানে হামলার পর সহযোগীরা দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। ওই ফ্ল্যাটের মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াসউদ্দিন আহসান।
পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসা থেকে বালুভর্তি কার্টন ও হামলাকারীদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
গত ১৮ জুলাই গিয়াস উদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ছিলেন।