বিদায় রিও অলিম্পিক
আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই পর্দা নামবে রিও অলিম্পিকের। ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের পদচারণায় মুখরিত হয়ে থাকা অলিম্পিক ভিলেজে নেমে আসবে নিস্তব্ধতা। ১৭ দিনের ক্রীড়া মহাযজ্ঞ শেষে চার বছর পরের অলিম্পিকের জন্য অধীর অপেক্ষায় থাকবে ক্রীড়াপ্রেমীরা।
উদ্বোধনের মতো অলিম্পিকের সমাপণী অনুষ্ঠানেরও ঠিকানা ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া সমাপণী অনুষ্ঠানে উঠে আসবে ব্রাজিলের শিল্প-সংস্কৃতি-সঙ্গীত। অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধায়ক আবেল গোমেজ জানিয়েছেন, ‘সমাপণী অনুষ্ঠানে ব্রাজিলের শ্রেষ্ঠ বিষয়গুলোই তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নরওয়েজিয়ান শিল্পী কিগো ও মার্কিন শিল্পী জুলিয়া মাইকেলস। ছোটবেলায় বেশ কিছু দিন বাবা-মার সঙ্গে ব্রাজিলে ছিলেন কিগো। অলিম্পিকে পারফর্ম করার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত, ‘রিও অলিম্পিকের সমাপণী অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ আমার ক্যারিয়ারের একটা বিশাল মাইলফলক। এটা হতে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পারফরম্যান্স। আমি সব সময়ই খেলার ভক্ত।’
উদ্বোধনের দিন শারীরিক অসুস্থতার কারণে মারাকানায় ছিলেন না পেলে। সমাপণীতেও কি দেখা যাবে না ব্রাজিলের ফুটবল কিংবদন্তিকে? প্রশ্নটার উত্তর জানা নেই কারো। পেলে নিজে অবশ্য টুইটারে লিখেছেন, ‘আমাকে ফিজিওথেরাপি চালিয়ে যেতে হচ্ছে। তবে ২১ আগস্ট সমাপণী অনুষ্ঠানে অংশ নিতে আমি উদগ্রীব। আমি তোমাদের ভালোবাসি!’
পেলে না থাকলেও টমাস বাখকে থাকতেই হচ্ছে। তিনিই যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি। আইওসি প্রধান হিসেবে রিও অলিম্পিকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন বাখ। তারপর অলিম্পিক পতাকা তুলে দেবেন ২০২০ অলিম্পিকের আয়োজক টোকিওর গভার্নর ইউরিকো কোইকের হাতে। আস্তে আস্তে নিভে আসবে অলিম্পিক মশাল। শুরু হবে চার বছরের প্রতীক্ষা।