অলিম্পিকে কারা পেল প্রথম স্বর্ণপদক
ছোটবেলার নায়ক মাইকেল ফেল্পসকে হারিয়ে যে স্বর্ণপদক জিততে পারবেন, সেটা হয়তো কল্পনাও করেননি সিঙ্গাপুরের তরুণ সাঁতারু জোসেফ স্কুলিং। রিও অলিম্পিকের ছয়টি ইভেন্টে অংশ নিয়ে এই একটিতেই হারের মুখ দেখতে হয়েছে ফেল্পসকে। আর এই স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন স্কুলিং। নিজ দেশ সিঙ্গাপুরকে প্রথমবারের মতো জিতিয়েছেন অলিম্পিকের স্বর্ণপদক। এবারের রিও অলিম্পিকে সিঙ্গাপুর ছাড়াও আরো সাতটি দেশ প্রথমবারের মতো পেয়েছে স্বর্ণপদক জয়ের স্বাদ।
২০০টিরও বেশি দেশ অংশ নিয়েছিল এবারের রিও অলিম্পিকে। এর মধ্যে ৭৫টি দেশ কখনোই পায়নি কোনো অলিম্পিক পদক জয়ের স্বাদ। আর ৪৭টি দেশ অংশ নিয়েছিল প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে। এই ৪৭টি দেশের মধ্যে শেষপর্যন্ত সফল হয়েছে মাত্র নয়টি দেশ। রিও অলিম্পিকেই তারা প্রথমবারের মতো জিতেছে স্বর্ণপদক।
সিঙ্গাপুর
সিঙ্গাপুর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছিল ১৯৪৮ সালে। ১৯৬০ সালের রোম অলিম্পিকে জিতেছিল প্রথম পদক। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও সিঙ্গাপুর পেয়েছে পদকজয়ের স্বাদ। তবে সেগুলোর সবই ছিল রৌপ্য বা ব্রোঞ্জপদক। এবারের রিও অলিম্পিকেই প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে সিঙ্গাপুর। সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে মাইকেল ফেল্পসকে হারিয়ে সিঙ্গাপুরকে প্রথমবারের মতো স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন জোসেফ স্কুলিং।
বাহরাইন
বাহরাইনকে প্রথমবারের মতো অলিম্পিকের আসরে দেখা গিয়েছিল ১৯৮৪ সালে। আর অলিম্পিক পদকের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ২০১২ সাল পর্যন্ত। লন্ডন অলিম্পিকেই প্রথমবারের মতো ব্রোঞ্জপদক জিতেছিল বাহরাইন। আর এবারের রিও অলিম্পিকে তারা পেয়ে গেছে স্বর্ণপদক জয়ের স্বাদ। ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রুথ জেবেত। ৮ মিনিট ৫৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়ে প্রথম হয়েছেন বাহরাইনের এই অ্যাথলেট। এবারের আসরে আরেকটি রৌপ্যপদকও জিতেছে বাহরাইন।
ফিজি
১৯৫৬ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ শুরু করলেও এবারের আগে একটিও পদক জিততে পারেনি ফিজি। রিও অলিম্পিকেই প্রথমবারের মতো অলিম্পিক সাফল্য পেয়েছে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি। সেটিও ব্রোঞ্জ বা রৌপ্যপদক না, প্রথমবারেই স্বর্ণ জিতেছে ফিজি। রিও অলিম্পিকে ফিজি স্বর্ণপদক জিতেছে রাগবিতে। ফাইনালে যুক্তরাজ্যকে ৪৩-৭ ব্যবধানে হারিয়ে ফিজির রাগবি খেলোয়াড়রা গলায় ঝুলিয়েছেন অলিম্পিকের স্বর্ণপদক।
আইভরি কোস্ট
১৯৬৪ সাল থেকে অংশগ্রহণ শুরু করার পর আইভরি কোস্ট প্রথমবারের মতো অলিম্পিকের কোনো পদক জিততে পেরেছিল ১৯৮৪ সালে। সেবার অ্যাথলেটিকস থেকে রৌপ্যপদক জিতেছিল আফ্রিকার এই দেশটি। দ্বিতীয় পদকটির জন্য আবার আইভরি কোস্টকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩২ বছর। এবারের রিও অলিম্পিকে এসে তারা জিতেছে প্রথম স্বর্ণপদক। তায়কোয়ান্দোর ৮০ কেজির ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন চেইক সালাহ সিসে। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে মূল্যবান চারটি পয়েন্ট পেয়ে যাওয়ায় আইভরি কোস্টকে স্বর্ণপদকজয়ী দেশের তালিকায় ঢুকিয়ে দিতে পেরেছেন তিনি।
জর্ডান
১৯৮০ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ শুরুর পর স্বর্ণ তো দূরের কথা, কোনো পদকই জিততে পারেনি জর্ডান। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন আহমেদ আবুগাউস। আইভরি কোস্টের মতো জর্ডানও প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক জিতেছে তায়কোয়ান্দো থেকে। ছেলেদের ৬৮ কেজি ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন আবুগাউস। বেশ কঠিন পথ পাড়ি দিয়ে স্বর্ণপদক জিততে হয়েছে তাঁকে। কোয়ার্টার ফাইনালে হারাতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লি দি হুনকে। আর সেমিফাইনালে হারিয়েছেন গত অলিম্পিকের স্বর্ণপদকজয়ী স্পেনের জোয়েল বোনিলা গঞ্জালেসকে।
কসোভো
২০০৮ সালে স্বাধীন দেশের স্বীকৃতি পাওয়া কসোভো এবারই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছিল নিজেদের পতাকা নিয়ে। আর প্রথমবারেই বাজিমাত করেছেন কসোভোর খেলোয়াড়রা। মেয়েদের ৫২ কেজি জুডো ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন মাজলিন্দা কেলমেন্দি।
পুয়ের্তো রিকো
১৯৪৮ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েই পুয়ের্তো রিকো পেয়েছিল পদকজয়ের স্বাদ। তবে সেটা ছিল ব্রোঞ্জপদক। তার পর থেকে রিও অলিম্পিকের আগ পর্যন্ত পুয়ের্তো রিকো জিতেছিল দুটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জপদক। রিও অলিম্পিকেই প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে তারা। মেয়েদের টেনিস থেকে পুয়ের্তো রিকোকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন মোনিকা পুইগ। ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরকে হারিয়ে স্বর্ণ জিতেছেন পুয়ের্তো রিকোর এই টেনিস তারকা। তৃতীয় রাউন্ডে হারিয়েছিলেন ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী গ্যাব্রিন মুগুরেজাকেও।
তাজাকিস্তান
১৯৯২ সালের আগ পর্যন্ত তাজাকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে তারা প্রথমবারের মতো এসেছিল নিজেদের পতাকা নিয়ে। তার পর থেকে পাঁচটি অলিম্পিকে রৌপ্য ও ব্রোঞ্জ জিততে পারলেও স্বর্ণপদকটা অধরাই ছিল তাজাকিস্তানের। এবার সেই আক্ষেপ দূর করেছেন দিলশুদ নাজারোভ। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রীড়াবিদ তাজাকিস্তানের পক্ষে প্রথম স্বর্ণপদকটি জিতেছেন গোলক নিক্ষেপ ইভেন্টে।
ভিয়েতনাম
অলিম্পিকে ভিয়েতনামের সেরা সাফল্য ছিল রৌপ্যপদক জয়। ২০০০ ও ২০০৮ সালে দুটি অলিম্পিকে ভিয়েতনাম জিতেছিল একটি করে রৌপ্যপদক। এবারের রিও অলিম্পিকে তারা পেয়েছে স্বর্ণপদকের দেখা। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ জিতেছেন হোয়াং হুয়ান ভিন। ৫০ মিটার পিস্তল ইভেন্টেও সাফল্য পেয়েছেন ভিয়েতনামের এই শ্যুটার। জিতেছেন রৌপ্যপদক। তিনিই ভিয়েতনামের প্রথম ক্রীড়াবিদ হিসেবে জিতেছেন দুটি অলিম্পিক পদক।