অলিম্পিক নিয়ে ব্রাজিলিয়ানদের মিশ্র অনুভূতি
অনেক ব্রাজিলিয়ানের ধারণা, অলিম্পিক আয়োজনের ফলে ক্ষতি হয়েছে তাদের। অর্থনৈতিক মন্দার সময় বিপুল অর্থ খরচ করে অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের বহু মানুষ। তবে অনেকে স্বাগতও জানিয়েছে অলিম্পিককে। সম্প্রতি এক জরিপে অলিম্পিক নিয়ে ব্রাজিলিয়ানদের মিশ্র অনুভূতির চিত্র পাওয়া গেছে।
ইবোপি ইন্তেলেজেন্সিয়া নামের একটি প্রতিষ্ঠান ১১ থেকে ১৫ আগস্ট অলিম্পিকের ঠিক মাঝপথে চালিয়েছিল এই জরিপ। ব্রাজিলের এস্তাদাও পত্রিকায় প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, ৬২ শতাংশ মানুষই মনে করেন অলিম্পিক তাঁদের দেশের জন্য ইতিবাচক দিক বয়ে এনেছে। ৫৭ শতাংশের ধারণা, অলিম্পিক আন্তর্জাতিকভাবে ব্রাজিলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
অলিম্পিক আয়োজন কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে ৪২ শতাংশ বলেছে, ভালো বা দুর্দান্ত হয়েছে। ৩০ শতাংশ উত্তর দিয়েছে গড়পরতার পক্ষে। আর ২৪ শতাংশর ধারণা খুব বাজে।
ইবোপি ইন্তেলেজেন্সিয়ার প্রধান মার্সিয়া কাভালারির মতে, অলিম্পিক নিয়ে ব্রাজিলিয়ানদের মনোভাব ‘দ্ব্যর্থক’। ফোলহা পত্রিকাকে তিনি বলেছেন, ‘বিশালতার কারণে অলিম্পিক আয়োজন থেকে অনেক প্রত্যাশাই থাকে প্রত্যেক দেশের। কিন্তু তারা (ব্রাজিলিয়ানরা) এর থেকে তেমন পরিষ্কার সুবিধা খুঁজে পায়নি। বেশির ভাগই অলিম্পিক আয়োজনকে সমর্থন করেছে। কিন্তু এত বিশাল আসরের জন্য জনগণের অর্থ ব্যবহার নিয়ে সন্দেহও আছে অনেকের মধ্যে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে এমন আয়োজন মেনে নিতে পারেনি অনেকেই।’