টোকিওতে অলিম্পিক পতাকা
ইউরিকো কোইকে একদিক দিয়ে ভাগ্যবতী। মাত্র গত মাসেই টোকিওর প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর আজ তাঁর হাতে অলিম্পিক পতাকা! আজ রিও ডি জেনিরো থেকে টোকিওতে এসে পৌঁছেছে অলিম্পিক পতাকা। কারণ ২০২০ অলিম্পিকের আয়োজক জাপানের রাজধানী।
অলিম্পিক পতাকাকে স্বাগত জানাতে টোকিওর হানেদা বিমানবন্দরে হাজির ছিল কয়েক শ মানুষ। বিমান থেকে পতাকা হাতে সবার আগে বেরিয়ে এসেছেন ইউরিকো কোইকে। তাঁর পেছনে ছিলেন জাপান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ঝুনেকাজু তাকেদা। এরপর একে একে নেমে আসে ৩৩৮ সদস্যের অলিম্পিক দল। ১২টি স্বর্ণসহ ৪১টি পদক জিতে রিও অলিম্পিকে যাদের অবস্থান ষষ্ঠ।
বিমানবন্দরে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে টোকিওর গভর্নর কোইকে বলেছেন, ‘এই পতাকা বহন করার দায়িত্ব কতটা কঠিন, তা অনুভব করতে পারছি। ৫০ বছরেরও বেশি সময় পর অলিম্পিক পতাকা ফিরিয়ে আনতে পেরে আমি ভীষণ খুশি।’ ১৯৬৪ সালে টোকিও প্রথমবারের মতো অলিম্পিক আয়োজন করেছিল। কোইকের ইঙ্গিত ছিল সেদিকে।
তিন বছর আগে ২০২০ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়া টোকিওর জনসংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। তবে এত বিপুল জনসংখ্যারও পরও জাপানের রাজধানী দারুণ সুশৃঙ্খল শহর। নিরাপত্তা আর যোগাযোগব্যবস্থা খুবই ভালো, পরিবেশও নির্মল। সঙ্গে নাগরিকদের সততা তো আছেই। চার বছর পর তাই একটা সফল অলিম্পিকের আশা করাই যায়।