কিশোরদের সচেতন করতে ‘পৈতালি আনলিমিটেড’
সম্প্রতি শেষ হলো ‘পৈতালি আনলিমিটেড’ নাটকের শুটিং ও সম্পাদনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান রবিন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ, আফরোজা মেহরিন রিমু, তারভীর আহমেদ জনী, রিফত রনি, মাজহার মুন্নাসহ আরো অনেকে।
নাটকের কাহিনীতে দেখা যাবে, একদল ছেলে সমাজের প্রভাবশালীদের প্ররোচনায় পড়ে বিপথে চলে যায়। এই বিপথগামী ছেলেদের সুপথে ফিরিয়ে আনতে পৈতাল ছদ্মবেশ ধারণ করে তাদের পাশাপাশি থাকে। ছেলেদের সাথে মজার মজার কর্মকাণ্ড করে মাতিয়ে রাখে। যেন তারা খারাপ পথ থেকে ফিরে আসে। একদিন অপহরণকারীরা ছেলেগুলোকে তুলে নিয়ে পরিবারের কাছে টাকা দাবি করে। তাদের উদ্ধার করার জন্য পৈতাল আবারো ছদ্মবেশে সেখানে হাজির হয়। এভাবে নাটকটির কাহিনী অন্যদিকে মোড় নেয়।
নাটকটি সম্পর্কে পরিচালক রবিন বলেন, ‘মূলত অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়া কিশোরদের সচেতন করতেই এই নাটকটি নির্মাণ করা। আশা করি তারা এই নাটক থেকে কিছু ইতিবাচক বার্তা পাবে।’
‘পৈতালি আনলিমিটেড’ নাটকটি ঈদুল আজহায় প্রচারিত হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।