বলিউডের ছবিতে নিরবের সঙ্গে থাকবেন দুই নায়িকা
বলিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা নিরব। ‘বালা’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করবেন বলিউডের পরিচালক ফয়সাল সাইফ। ভৌতিক কাহিনীনির্ভর চলচ্চিত্রটিতে নিরবের যুক্ত হওয়াসহ চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘বালা’ চলচ্চিত্রে নিরব যুক্ত হলেন কীভাবে।
উত্তর : আমি একজন কিউট এবং হ্যান্ডসাম মুখ খুঁজছিলাম। একজন পরিচিত সাংবাদিক বন্ধুর মাধ্যমে নিরবের সঙ্গে পরিচয় হয়। তারপর নিরবকে চিত্রনাট্য পড়ে শোনাই। সে পছন্দ করে এবং প্রধান চরিত্রে অভিনয় করতে রাজি হয়।
প্রশ্ন : বাংলাদেশি চলচ্চিত্র সম্পর্কে আপনার কোনো পূর্ব ধারণা ছিল?
উত্তর : দুঃখিত! মাফ করবেন। বাংলাদেশি চলচ্চিত্র সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।
প্রশ্ন : কোনো বাংলাদেশি চলচ্চিত্র কি দেখেছেন?
উত্তর : দেখেছি অনেক আগে। তবে নাম মনে করতে পারছি না। তবে সেগুলো অসাধারণ ছিল।
প্রশ্ন : নিরব অভিনীত কোনো বাংলাদেশি চলচ্চিত্র দেখেছেন?
উত্তর : হ্যাঁ আমি বেশ কিছু চলচ্চিত্রের ট্রেলার দেখেছি। বিশেষ করে ‘গেম’।
প্রশ্ন : বলিউডে নিরব নতুন। ভারতের মানুষের কাছে তিনি একেবারে অচেনা। এমন একজনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত কি ঝুঁকিপূর্ণ হবে না?
উত্তর : চলচ্চিত্র নির্মাণটাই একটা বড় ঝুঁকি। বাংলাদেশে নিরবের মতো প্রচুর মেধা আছে। আমি আরো বাংলাদেশি মেধাবী অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতে চাই। আর ভারতে অচেনা নিরবের কথা যদি বলি তাহলে বলতে হয়, ঋত্বিক রোশন তো ভারতে পরিচিত, তাঁর চলচ্চিত্রও কিন্তু ফ্লপ হয়। সুতরাং আমি এটাকে খুব বড় ঝুঁকি হিসেবে দেখছি না।
প্রশ্ন : নিরব ছাড়া অন্য কোনো বাংলাদেশি অভিনয়শিল্পীর সম্পর্কে জানাশোনা আছে?
উত্তর : শাকিব খান, মমসহ আরো কয়েকজনকে চিনি। তাঁরা খুব সুন্দর কাজ করছেন বাংলাদেশে।
প্রশ্ন : নিরবকে নিয়ে ‘বালা’ চলচ্চিত্রের নায়িকা কবিতা রাধেশ্যাম-এর মন্তব্য কী?
উত্তর : সেও যথারীতি উত্তেজিত নিরবকে নিয়ে। তাঁর বিশ্বাস নিরব ভালো কিছু করবেন। এখানে কবিতা ছাড়াও আরেকজন সুপারস্টার নায়িকা অভিনয় করবেন। অর্থাৎ চলচ্চিত্রটিতে দুজন নায়িকা।
প্রশ্ন : কে তিনি?
উত্তর : এখনই বলতে চাচ্ছি না। তবে বাংলাদেশিদের জন্য এটি বড় সারপ্রাইজ হবে। তাঁর নাম শুটিংয়ের আগে জানানো হবে। সেটা ১৯ সেপ্টেম্বর।
প্রশ্ন : আপনার চাহিদামতো অভিনয়ের ব্যাপারে আপনি নিরবকে নিয়ে কতটা আশাবাদী?
উত্তর : আমি শতভাগ আত্মবিশ্বাসী নিরবকে নিয়ে। নিরব পারবে।
প্রশ্ন : একটু অন্যরকম প্রশ্ন করা যাক। যদি সুযোগ পান তাহলে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালনা করবেন?
উত্তর : তেমন সুযোগ পেলে আমি অবশ্যই বাংলাদেশে ফিল্ম নির্মাণ করব। তবে ব্যয়বহুল বা খুব বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণ করব না।