মদিনায় স্বেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মদিনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। গত রোববার স্থানীয় সময় রাত ১১টায় মদিনার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজগর আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দেওয়ান বাজারের সাবেক কমিশনার পিয়ার মোহাম্মদ। সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম বকুল। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধাবিপত্তি ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের কালজয়ী নেতা, যাঁর অবদান কখনো শোধ করার নয়। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চিরঞ্জীব থাকবে।
সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সভাপতি কাজী শাহেদ, সহসভাপতি নিয়াজুর রহমান নোমান, মামুনুর রশিদ, হানিফ গাজী, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক আবদুল মোতালেব, সিরাজুল ইসলাম তারেক, সেলিম রান, বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, মাহমুদুল হক, ইব্রাহীম গাজী, মোক্তার, আওয়াল, ইয়াসিন, রুহুল আমিন, আকিজ, শহিদুল ইসলাম প্রমুখ।
শোক সভা ও দোয়া মাহফিলে মদিনা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন শাখা কমিটি ও মদিনা কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সহসভাপতি হারুনুর রশিদ।