ভালো সময়ের অপেক্ষায় নাসির
সময়টা তাঁর খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক, সে আসরের বাছাই পর্বের একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচই খেলতে পারেননি অলরাউন্ডার নাসির হোসেন। বলা যায়, দলে এখন এক রকম অনিয়মিতই তিনি। এই খারাপ সময় পার করে ভালো সময়ের অপেক্ষায় আছেন তিনি।
আসলেও তাই, জাতীয় দলে এখন অনেকটাই অনিয়মিত নাসির। গত বছর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টেস্ট খেলেছে বাংলাদেশ। অথচ তিনি মূল একাদশে ছিলেন একটি মাত্র টেস্টে। গত বছর তিনি ১৪টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র সাতটি।
নাসিরের জন্য সবচেয়ে হতাশার ছিল গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে আসরের বাছাই পর্বে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচে ব্যাটহাতে ৩ রান এবং বলহাতে এক উইকেট পেয়েছিলেন তিনি।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে নাসির বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই খারাপ সময় আসে। এটা আমি মেনে নিয়েছি। এখন আমার খারাপ সময় যাচ্ছে, আশা করি সামনে ভালো সময় আসবে। সেই অপেক্ষায় আছি।’
এখন পারফরম্যান্স দিয়েই নিজের সেই হারানো জায়গা ফিরে পেতে চান নাসির, ‘হ্যাঁ, এখন আমার মূল লক্ষ্য পারফরম্যান্স দিয়ে হারানো জায়গাটা ফিরে পাওয়া। গত প্রিমিয়ার লিগে আমি চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করছি জাতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব।’