কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় আজ কার্যকর করা হতে পারে এমন গুঞ্জনের মধ্যে বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন। এর আগে বিকেলে আসেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা বেরিয়ে আসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে।
রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে কি না, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে কারাগারের আশপাশে নেওয়া নিরাপত্তাব্যবস্থা, পরিবারের সদস্যদের সাক্ষাতের সময় নির্ধারণ করে দেওয়া, আইজি প্রিজনের কারাগারে প্রবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ধারণা করা হচ্ছে, আজই দণ্ড কার্যকর করা হতে পারে।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।