কারাগারে প্রবেশ করলেন সিভিল সার্জন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন আলী হায়দার খান। আজ শনিবার রাত ৯টার দিকে প্রবেশ করেন তিনি।
এর ঠিক ১০ মিনিট আগে কেন্দ্রীয় কারাগারে তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় কার্যকর হওয়ার গুঞ্জনের মধ্যেই সিভিল সার্জন কারাগারে প্রবেশ করলেন।
মীর কাসেম আলী কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে রয়েছেন। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, তাই যে কোনো সময় কার্যকর করা হতে পারে জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড।
আজ বিকেলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁর সঙ্গে দেখা করে গেছেন পরিবারের সদস্যরা। কারাগারে পৌঁছেছে রায় বাস্তবায়নের নির্বাহী আদেশ। সেখানে অবস্থান করছেন কারা মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে এখন পর্যন্ত রায় কার্যকরের সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানায়নি প্রশাসন।