ফিরছেন রোনালদো?
ইউরোপের ফুটবল মৌসুম শুরু হয়েছে প্রায় এক মাস আগে। এর মধ্যে উয়েফা সুপার কাপ জিতে নেওয়ার পাশাপাশি লা লিগার প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেই! তবে রোনালদো-ভক্তদের জন্য সুখবর। আগামীকাল ওসাসুনার বিপক্ষে পর্তুগিজ তারকার মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা।
গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পায়ে ব্যথা পাওয়ার পর থেকে রোনালদো মাঠের বাইরে। সতীর্থরা যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তিনি তখন চোট থেকে সেরে ওঠার চেষ্টায় ব্যস্ত ছিলেন।
চোট কাটিয়ে এখন সম্পূর্ণ সুস্থ রিয়ালের সবচেয়ে বড় তারকা। কয়েক দিন ধরে প্র্যাকটিসও করছেন। রোনালোদো নিজেই জানিয়েছেন, মাঠে নামতে আর কোনো সমস্যা নেই।
আজ মাদ্রিদে নিজের নামে একটি নতুন সুগন্ধির প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোনালদো। সেখানেই কালকের ম্যাচে খেলার ব্যাপারে প্রশ্ন রাখা হলে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো আছি। আর কালকের ম্যাচে খেলতেও যাচ্ছি।’ ‘ক্রিস্টিয়ানো রোনালদো লিগ্যাসি’ নামে সুগন্ধিটি সম্ভবত সৌভাগ্যের পরশ নিয়ে আসতে যাচ্ছে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের জীবনে।
তবে মাঠে নামলেও ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচ বোধ হয় খেলতে পারবেন না রোনালদো। স্প্যানিশ গণমাধ্যমের খবর, রিয়ালের কোচ জিনেদিন জিদান দলের সবচেয়ে বড় তারকাকে কিছু সময়ের জন্য মাঠে নামাতে পারেন। তবে যতক্ষণই হোক, ঠিক দুই মাস পর রোনালদো যে মাঠে ফিরতে যাচ্ছেন, এটাই রিয়ালভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির কথা।