ঈদে তরুণ নির্মাতাদের নাটক
ঈদ এলেই টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যায় উৎসবের আমেজ। সেই সঙ্গে দর্শকদের জন্য চলে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন। নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কমেডি শোসহ ব্যতিক্রমী অনেক অনুষ্ঠানেরই আয়োজন দেখা যায়। তবে ঈদে চ্যানেলগুলোর প্রধান আকর্ষণ নাটক। নাটকের প্রতি দর্শকদের আগ্রহ থাকার কারণে চ্যানেলগুলো চায় ভালো মানের নাটক উপহার দিতে। তা ছাড়া এখানে টেলিভিশন রেটিং পয়েন্টের একটি বিষয় তো রয়েছেই। যে চ্যানেল যত ভালো নাটক প্রচার করতে পারবে, সেই চ্যানেলের গ্রহণযোগ্যতা তত বাড়বে। এদিকে নির্মাতারাও সর্বোচ্চ চেষ্টা করেন দর্শকদের কিছু ভালো মানের নাটক উপহার দিতে।
ঈদে ঘোরাফেরা, খাওয়াদাওয়ার পাশাপাশি টেলিভিশনে নতুন নতুন নাটক দেখা একটি রীতিতে পরিণত হয়েছে। আর এই রীতিকে সামনে রেখে এবার ঈদুল আজহায় এনটিভি, আরটিভি, গাজী টিভি, মাছরাঙা টিভি, দেশটিভি, বিটিভিসহ সবগুলো টিভি চ্যানেলে বহু নাটক প্রচারিত হবে। এর মধ্যে একক নাটকের পাশাপাশি থাকছে কয়েক পর্বের ধারাবাহিক নাটক এবং টেলিছবি। এই নাটকগুলো বেশির ভাগ নির্মাণ করেছেন তরুণ নির্মাতারা। দেখে নেওয়া যাক এবার ঈদে তরুণ নির্মাতারা কে কোন চ্যানেলের জন্য কী নাটক নির্মাণ করেছেন।
বরাবরের মতো এবারের ঈদে বিভিন্ন চ্যানেলের জন্য মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন বেশকিছু নাটক। এর মধ্যে এনটিভির জন্য নির্মাণ করেছেন তাহসান ও মিথিলা জুটির ‘মিস্টার এন্ড মিসেস’। গাজী টিভির জন্য নির্মাণ করেছেন ‘কেনো এই নিঃসঙ্গতা’।
পিছিয়ে নেই নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে তাঁর নাটক ‘লাল রঙা স্বপ্ন’। জোভান ও মেহজাবিন থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। আরটিভি, বাংলা ভিশন, মাছরাঙা এবং বৈশাখী টিভিতে যথাক্রমে প্রচারিত হবে ‘আফটার ম্যারিজ’, ‘হেট ইউ’, ‘ইটস মাই লাভ স্টোরি’ ও ‘হার নাকি জিত’। সবগুলোই পরিচালনা করেছেন বান্নাহ।
তুহিন হোসেন নির্মাণ করেছেন সাতদিনের কমেডি ধারাবাহিক নাটক ‘সাবলেট গুবলেট’। ঈদ অনুষ্ঠানমালার সাতদিনের প্রতিদিন নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। চ্যানেল নাইনের জন্য তিনি নির্মাণ করেছেন ‘দূরের জানালা’। এ ছাড়া বৈশাখী টিভিতে দেখা যাবে মোশাররফ করিম, আ খ ম হাসান অভিনীত নাটক ‘বউগিরি’।
অন্যদিকে আরেক তরুণ নির্মাতা ফরহাদ আহমেদ নির্মিত বেশকিছু নাটক প্রচারিত হবে চ্যানেলগুলোতে। ঈদুল আজহায় তাঁর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে,‘এ্যাব্রাকে ডেব্রা’, ‘দৃষ্টির বাইরে। এর মধ্যে ‘এ্যাব্রাকে ডেব্রা’ প্রচারিত হবে এনটিভিতে এবং দৃষ্টির বাইরে প্রচারিত হবে আরটিভিতে।
মোশাররফ করিম এবং কলকাতার মধুমিতা চক্রবর্তীকে নিয়ে এনটিভির জন্য টেলিছবি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা পারভেজ আমিন।
চ্যানেলগুলোর ঈদ অনুষ্ঠানমালায় আরো থাকছে আবু হায়াত মাহমুদের বেশ কিছু নাটক। এনটিভিতে প্রচারিত হবে ‘কুসুম কুসুম প্রেম’। দেশ টিভির জন্য তিনি নির্মাণ করেছেন সাত পর্বের নাটক ‘লজ্জাবতী লজ্জা’। চ্যানেল নাইন এবং বাংলাভিশনে যথাক্রমে প্রচারিত হবে ‘বাড়ি বদল’ ও ‘দিলীপকুমার ও বৈজয়িন্তীমালা’।
এ ছাড়া চ্যানেলগুলোতে তানিম রহমান অংশুসহ আরো বেশকিছু তরুণ নির্মাতার নাটক প্রচারিত হবে। টিভি চ্যানেলগুলো তরুণদের ওপর আস্থা রাখছে। এখন দেখার বিষয় তাঁরা কতোটা আস্থার প্রতিফলন দেখাতে পারেন।