দরিদ্ররা ৫ মাস ১০ টাকার চাল পাবেন : মন্ত্রী
ফরিদপুরে ১০ টাকা কেজিদরে চাল বিতরণের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ সোমবার বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মাদ্রাসা মাঠে এ চাল বিতরণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সামনের পাঁচ মাস দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ১০ টাকা কেজিদরে চাল বিতরণ করবে। দেশের সবচেয়ে বেশি অভাব থাকে ভাদ্র, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ মাসে। আর এই মাসগুলোতেই দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিদরে চাল দিলে তারা উপকৃত হবে।’
কৈজুরি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা প্রমুখ।