হজ পালন শেষ, শনিবার থেকে ফিরতি ফ্লাইট
তৃতীয় দিনের মতো শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে গতকাল বুধবার হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। এরপর অধিকাংশ হাজিই মিনা থেকে মক্কায় ফিরে এসেছেন। এবার ঘরে ফেরার পালা। সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ১৭ অক্টোবর।
চলতি বছরে হজে বাংলাদেশ থেকে ২৯৯টি ফ্লাইটে এক লাখ এক হাজার ৮২৯ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রী পাঁচ হাজার ১৮৩ জন আর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬১৪ জন।
এবার হজযাত্রীদের মধ্যে ৪৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১১ জন। সর্বশেষ গতকাল বুধবার নাটোরের মো. কাউছার আলী (৭৩) মিনায় মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর ছিল- বি কে ০০৩৭৭০০।