ওয়াশিংটনে সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটনের পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মার্ক ফ্রান্সিস টুইটারে এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হন। পরে পুলিশ ওই হামলাকারীর ছবি প্রকাশ করে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলি শুরু হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। ব্র্যান্ডি মন্ট্রিউইল নামের এক নারী বলেন, তিনি সিনেমা দেখছিলেন। হঠাৎ কর্মচারীরা এসে বলল, এখনই চলে যেতে হবে। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। এক কর্মচারী এলো এবং সিনেমা বন্ধ করার জন্য ক্ষমা চেয়ে বলল, তাঁদের এখনই চলে যেতে বলা হয়েছে।’ তিনি এটাকে মহড়া ভেবেছিলেন।
আরেক প্রত্যক্ষদর্শী আরমান্দো পাতিনো বলেন, মেসিজ নামের বিপণিবিতানের পাশে একটি দোকানে ছিলেন। এ সময় গোলমালের কথা শোনেন। তিনি বলেন, ‘হঠাৎ আমি একজনের চিৎকার শুনি এবং মেসিজ বিতানে গোলাগুলির শব্দ শুনি।’