রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আহ্বান ‘প্রগতিশীল বাংলাদেশের’
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ‘প্রগতিশীল বাংলাদেশ’ নামের একটি পেশাজীবী সংগঠন।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণরূপে ভিত্তিহীন।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূইয়া বলেন, বিদ্যুৎ প্রকল্পের স্থান, প্রযুক্তিগত দিক, পানি ও বায়ুদূষণ বিষয়ে প্রতিবাদকারীরা জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের তাগিদ দেওয়ার উদ্দেশ্যে সংগঠনটি গঠিত হয়েছে।
সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।