গ্যাসের দাম না বাড়ানোর দাবি
নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সরকারের রাজস্ব বৃদ্ধি এবং ব্যক্তি খাতে এলপিজি ব্যবসায় পর্যাপ্ত মুনাফা লাভের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে আবারও জ্বালানি বিভাগ গ্যাস ও সিএনজির মূল্যবৃদ্ধির প্রস্তাব এনেছে বলে অভিযোগ করেন তাঁরা।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজ এই অভিযোগ করে।
নাগরিক সমাজের পক্ষে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, গ্যাস কিংবা সিএনজির মূল্যহার বৃদ্ধি না করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের নানা সীমাবদ্ধতার কারণে এ খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই পেট্রোবাংলার আয়-ব্যয় খতিয়ে দেখার দাবি জানানো হয়। এ ছাড়া গ্যাস উৎপাদনে নিয়োজিত জাতীয় কোম্পানির সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসহ সাত দফা প্রস্তাব দিয়েছে নাগরিক সমাজ।