মসজিদে নববিতে খুতবা দেবেন নতুন খতিব
মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার জুমার খুতবা ও নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান আত তামিমি। মসজিদে নববিতে এটিই তাঁর প্রথম জুমার খুতবা।
আবদুল্লাহ বিন আবদুর রহমানকে নিয়ে মসজিদে নববির খতিব সংখ্যা এখন ছয়জন।
মদিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনুবাদক মহিউদ্দিন ফারুকী এনটিভি অনলাইনকে বলেন, তিন বছর আগে ১৪৩৪ হিজরিতে শায়খ বুআইজান তারাবির দায়িত্ব পালনের মাধ্যমে মসজিদে নববিতে ইমামতি শুরু করেন। সে বছরই জিলহজের ৪ তারিখে তিনি মসজিদে নববির সম্পূর্ণ ইমাম হিসেবে নিয়োগ লাভ করেন।
মহিউদ্দীন ফারুকী আরো বলেন, শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান আত তামিমি কিছুদিন আগে ইসলামিক আইনের ওপর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন।
ইমামতির দায়িত্ব ছাড়াও তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগে শিক্ষকতা করেন এবং বাদশা ফাহাদ কোরআন কমপ্লেক্সের ইলমিক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।