মাশরাফি-ঝড়ে বাংলাদেশ ২৩৮
১৬৯ রানে ৭ উইকেট নেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তখন ২০০ রানের কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঝড়ো ব্যাটিং সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছে বাংলাদেশকে। ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৩৮ রান। শেষ ওভারে রান আউটের ফাঁদে পড়া মাশরাফির ব্যাট থেকে এসেছে ৪৪ রান। মাত্র ২৯ বলের অধিনায়কোচিত ইনিংসটি তিনটি বিশাল ছক্কা ও দুটি চারে নির্মিত। প্রায় এক বছর পর ওয়ানডে খেলার সুযোগ পাওয়া নাসির হোসেন যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। ২৭ বল খেলা নাসিরের অবদান ২৭ রান।
আগের ম্যাচে শতক করা ইমরুল কায়েস আজ বেশিদূর যেতে পারেননি। মাত্র ১১ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ডিপ স্কয়ার লেগে। অন্য ওপেনার তামিম ইকবালও (১৪) ব্যর্থ। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানও খাটো লেন্থের বল তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন। দুই ওপেনারই ক্রিস ওকসের শিকার।
বাংলাদেশকে তৃতীয় ধাক্কা দিয়েছেন জেক বল। আগের ম্যাচে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের নায়কের বলে বোল্ড হয়েছেন সাব্বির রহমান (৩)। ৩৯ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তখন অস্বস্তিতে।
এরপর মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় একটু একটু করে স্বস্তি ফিরে আসছিল বাংলাদেশ দলে। চতুর্থ উইকেট জুটিতে ঠিক ৫০ রান ওঠার পর আবারও দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন মুশফিক। ২১ রান করে জেক বলকে তুলে মারতে গিয়ে মইন আলীকে ক্যাচ দিয়েছেন তিনি। সাকিব আল হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। বেন স্টোকসের লেগসাইডের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের অবদান মাত্র তিন রান।
১১৩ রানে পাঁচ উইকেট পড়ার পর তরুণ মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাহমুদউল্লাহ। দুজনে মিলে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ৪৮ রান ওঠার পর আবার ছন্দপতন। আদিল রশিদের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহকে। তাঁর ৭৫ রানের চমৎকার ইনিংস সাজানো ছিল ছয়টি চারে। রশিদের পরের ওভারে আবার আঘাত। ২৯ রান করে তুলে মারতে গিয়ে মইন আলীকে সহজ ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক।
সপ্তম উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন ভীষণ বিপর্যস্ত। কিন্তু মাশরাফি-নাসিরের দুর্দান্ত ব্যাটিংয়ে কেটে গেছে বিপর্যয়। মাত্র ৪৯ বলে ৬৯ রানের জুটি গড়ে স্বস্তি ফিরিয়ে এনেছেন দুজনে।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শেষ পর্যন্ত দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। প্রথম ওয়ানডেতে হারের কারণে আজকের ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের জায়গায় নেওয়া হয়েছে নাসিরকে। তাঁকে দলে নিতে বিসিবি প্রধান গতকাল অনিচ্ছা প্রকাশ করলেও সার্বিক দিক বিবেচনায় নাসিরকে আজ একাদশে রাখা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
তবে কোনো পরিবর্তন নেই ইংল্যান্ড দলে। জয়ের কাছাকাছি গিয়েও প্রথম ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ। ফলে মাশরাফিরা আজ হারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের, যার জন্য সিরিজ বাঁচাতে সব ধরনের পরিকল্পনা করছেন মাশরাফিরা।
গতকাল মাশরাফি জানান, জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। আর ঘরের মাটিতে পিছিয়ে পড়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি আছে স্বাগতিকদের। সেই স্মৃতি থেকে আত্মবিশ্বাস নেওয়ার চেষ্টা করছেন মাশরাফিরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।