নিজের পারফরম্যান্সে মাশরাফির উচ্ছ্বাস
টপঅর্ডার ব্যাটসম্যানরা যখন ব্যর্থ, তখন দারুণ এক ইনিংস খেলে দলকে বড় স্কোরের পথ দেখিয়েছেন। বল হাতে আরো বেশি আগ্রাসী ছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুরুতেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসের ধস নামিয়েছেন মাশরাফি। শেষ পর্যন্ত চার উইকেট তুলে নিয়ে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাই ম্যাচসেরার পুরস্কারটি অবধারিতভাবেই পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অনেকদিন পর ব্যাট এবং বল হাতে উজ্জ্বলতা ছড়িয়ে দলকে জয় এনে দেওয়ায় দারুণ খুশি মাশরাফি। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলেননি ‘নড়াইল এক্সপ্রেস’।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘ভালোই লাগছে একটা ভালো দিন পার করতে পেরেছি বলে। আসলে এমন সাফল্য পেলে কার না ভালো লাগে। চেষ্টা করব এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। ভবিষ্যতে দলকে এমন আরো সাফল্য এনে দিতে পারলে আরো ভালো লাগবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফি ২৯ বলে ৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।
পরে বলে হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। ৮ দশমিক ৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় নিয়েছেন চার উইকেট। তাই দল পেয়েছে ৩৪ রানের দারুণ এক জয়।