‘দারুণ ব্যাটিং করেছে নাসির, বল হাতে অসাধারণ’
দীর্ঘ অপেক্ষা। এরপর পেলেন কাঙ্ক্ষিত সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশে জায়গা হলো নাসির হোসেনের। এই সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানটা ভালোভাবেই দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
দলের প্রথম সারির ব্যাটসম্যানরা যখন ব্যর্থ, তখন অধিনায়ক মাশরাফির সঙ্গে অষ্টম উইকেটে ৬৯ রানের দারুণ একটি জুটি গড়েন। আর নিজেও খেলেছেন ২৭ বলে ২৭ রানের হার-না-মানা একটি ইনিংস।
শুধু ব্যাটিংয়ে ভালো করেছেন, তা কিন্তু নয়। বল হাতেও বেশ উজ্জ্বল ছিলেন তিনি। ১০ ওভার বল করে এক উইকেট পেলেও বেশ মিতব্যয়ী ছিলেন তিনি। দিয়েছেন মাত্র ২৯ রান।
দীর্ঘ প্রায় এক বছর পর একাদশে সুযোগ পেয়ে দারুণ ফিল্ডিংও করেছেন নাসির। তাই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দলের প্রয়োজনের সময় দারুণ ব্যাটিং করেছে নাসির। আর বল হাতে সে ছিল অসাধারণ। উইকেট একটি পেয়েছে ঠিক, তবে যথেষ্টই ভালো বল করেছে। বিশেষ করে প্রায় এক বছর পর দলে ফেরার পর তাঁর এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবি রাখে।’