মূল পার্থক্য গড়েছেন মাশরাফি
মেঘ জমেছিল। শঙ্কা ছিল অল্প রানে গুটিয়ে যাওয়ার। সেখান থেকে দলকে টেনে বের করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর মূল্যবান ৪৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৩৮ রান করতে পেরেছে বাংলাদেশ। পরে ৮ দশমিক ৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় নিয়েছেন চার উইকেট।
মাশরাফির এই অসামান্য নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিততে জিততে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্তভাবে ফেরার পেছনে মূল অবদান মাশরাফি রেখেছেন বলে মনে করছেন দেশীয় ক্রিকেট বিশ্লেষকরা। আন্তর্জাতিক পর্যায়েও এমনটি মনে করা হচ্ছে।
বিবিসির টেস্ট ম্যাচবিষয়ক বিশেষ ভাষ্যকার চার্লস ড্যাগনাল মনে করছেন দলের জয়ে মূল অবদান মাশরাফির। এক বিশ্লেষণে তিনি বলেন, ‘মুর্তজাই মূল পার্থক্য গড়েছেন।ইংল্যান্ড বাজে বল করেনি। কিন্তু দিনটা ছিল মুর্তজার। তাঁর কিছু শট ক্যাচের মতো ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো সীমানা পেরিয়েছে।’
সাকিবকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু হ্ওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন ড্যাগনাল। তাঁর ভাষ্য, ‘তারা সাকিবকে দিয়ে শুরু করেছে। বিষয়টি আমার পছন্দ হয়েছে। তাৎক্ষণিকভাবে ইংল্যান্ডের কিছু করার কিছু ছিল না। এটা (সাকিবের শুরু করা) ম্যাচকে বাংলাদেশের নিয়ন্ত্রণে এনেছে।’
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার ও বোলার ওয়াকসের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন ড্যাগনাল। এ দুজনের এমন প্রতিক্রিয়া কখনো দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের পর শেষ ম্যাচে আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন এই ক্রিকেট বিশ্লেষক। তাঁর মতে, ‘এটা চট্টগ্রামে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে নিয়ে আগ্রহ আরো বাড়িয়েছে। আপনি বলতে পারেন, বাংলাদেশ ভালো খেলেছে। আমি মনে করি এখন পর্যন্ত আমরা খুব ভালো দুটি ওয়ানডে দেখেছি।’