বাটলারকে ‘ঝামেলামুক্ত’ থাকার পরামর্শ
দ্বিতীয় ওয়ানডেতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে বাটলার-স্টোকসরা এখন বিতর্কের মুখোমুখি। দলের এমন অস্বস্তিকর সময়ে খেলোয়াড়দের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস। বিশেষ করে অধিনায়ক জস বাটলারের কাছে তাঁর একটু বেশিই প্রত্যাশা এ ব্যাপারে।
নিরাপত্তা শঙ্কায় ওয়েন মরগান বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানোয় ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাটলার। তবে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর তাঁর আচরণ ঠিক ‘অধিনায়কসুলভ’ ছিল না। ২৮তম ওভারের খেলা চলছিল তখন। তাসকিন আহমেদের বল বাটলারের প্যাডে আঘাত করার সঙ্গে সঙ্গে সমস্বরে এলবিডাব্লিউর আবেদন করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। ফিল্ড আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়েছিল মাশরাফির দল। রিভিউতে ধরা পড়ে বাটলার পরিষ্কার আউট। ফিরে যাওয়ার সময় উদযাপনরত বাংলাদেশের ফিল্ডারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ইংল্যান্ড অধিনায়ক। যদিও সে জন্য তাঁর কোনো শাস্তি হয়নি। মাশরাফি আর সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নিলেও বাটলারকে মৌখিকভাবে সতর্ক করেই ‘দায়িত্ব’ সেরেছে আইসিসি!
আইসিসির এমন ‘দ্বিচারিতা’য় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন বিস্মিত। বেইলিস অবশ্য এ প্রসঙ্গে মুখ খোলেননি। তিনি শুধু ‘ঝামেলামুক্ত’ থাকার পরামর্শ দিয়েছেন অধিনায়ককে। চট্টগ্রামে সাংবাদিকদের ইংল্যান্ড কোচ বলেছেন, ‘এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম আমরা এমন ঘটনা দেখলাম। সম্ভবত শেষবারের মতোও দেখলাম না। এই ঘটনায় তার (বাটলারের) সামান্য শাস্তি হয়েছে। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে সে সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করবে।’
বাটলার নিজেও এমন বিতর্কে জড়িয়ে পড়ে অনুতপ্ত। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের স্বীকারোক্তি, ‘তখন চরম উত্তেজনা ছিল মাঠে। সন্দেহ নেই আমার উইকেট নিয়ে তারা উচ্ছ্বসিত ছিল। আসলে আমারই মাথা ঠান্ডা রেখে বেরিয়ে আসা উচিত ছিল। হয়তো ওদের উদযাপন দেখে হতাশা চেপে রাখতে পারিনি। ব্যাপারটা অন্যভাবে নেওয়া উচিত ছিল আমার।’
উত্তেজনার আগুন সঙ্গে নিয়ে আগামীকাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা আড়াইটায়।