বিপদে পড়লেই ‘জঙ্গি নাটক’ সাজায় সরকার
বিপদে পড়লেই সরকার ‘জঙ্গি নাটক’ সাজায় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ মঙ্গলবার রাজধানীতে ছাত্রলীগ নেতা বদরুলের হামলার শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত এক মানববন্ধনে আলাল এই অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে আলাল বলেন, ‘যখনই একটি ঘটনা ঘটে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়ে, জনরোষের মুখে পড়ে তখনই জঙ্গিদের একেকটি নাটক সাজানো হয়। ইদানীংকালে আবার সেই রকম হচ্ছে। মানুষের কাছে খুব আশ্চর্য লাগে যে কোনো জঙ্গির নাম পুলিশ জানতে পারল না। র্যাব জানতে পারল না, সোয়াত জানতে পারল না, ডিবি জানতে পারল না। কিন্তু তারা জঙ্গি হয়ে মারা গেল। এখন মানুষের কাছে বলছে তাদের নাম জানা থাকলে জানান।’
‘আপনি যদি নামই না জানেন, পরিচয়ই না জানেন, তাহলে সে জঙ্গি, এটা বুঝলেন কীভাবে?’
খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগের বাদে অন্য কোনো দলের হলে তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো বলে মন্তব্য করেন আলাল।
বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানিয়ে আলাল বলেন, বিএনপি বিদুৎকেন্দ্র নির্মাণের বিরোধী নয়। তবে সুন্দরবন ধ্বংসের বিরুদ্ধে তাঁর দলের অবস্থান।