বৃষ্টি নিয়ে চিন্তিত মাশরাফি
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার পর সাগরিকায় এই বৃষ্টি এতটাই প্রবল হয়ে উঠেছে, জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে পানিও জমতে শুরু করেছে। তা ছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রামে আগামীকাল বুধবারও ভারি বৃষ্টিপাত হতে পারে।
তাই কালকের অলিখিত ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টা নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, তা আমাদের জন্য চিন্তারই। এভাবে বৃষ্টি হলে খেলা মাঠে গড়াবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর খেলা হলেও এই বৃষ্টির প্রভাব থাকবে অনেকখানি। কারণ উইকেট কিছুটা ভেজা থাকবে। এমন উইকেটে ভালো খেলা মুশকিল।’
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখন যে অবস্থা, খেলা যদি হয়ও মানে হচ্ছে কার্টেল ওভারে হবে। এমন ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে দল জিতবে তাদেরই ভালো করার সম্ভাবনা বেশি থাকবে।’
আবহাওয়াবিদ ওমর ফারুক এনটিভি অনলাইনকে জানিয়েছেন, গভীর সঞ্চারণশীল মেঘমালা ও মৌসুমি বায়ুর কারণে বুধবার চট্টগ্রামে ভারি বর্ষণ হতে পারে। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভারি বর্ষণের সম্ভাবনা একটু বেশি থাকবে।