অ্যাম্বুলেন্সচাপায় মা আহত, গর্ভের শিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন পুলিশ ক্যাম্পের কাছে অ্যাম্বুলেন্সচাপায় আহত হয়েছেন ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। দুর্ঘটনার পরপরই তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্সের চাপায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাকিব (৭)। নিহত অজ্ঞাত পরিচয় অপরজনের বয়স ৬৫ বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তারা হলো সজীব (৭), তার মা সূর্য বেগম (৪০), নিহত সাকিবের মা গুলেনুর বেগম (৩০), রমজান (৪০) ও বাচ্চু মিয়া (৩০)। তাদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূর্য বেগম (৪০) ছয়মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী জাকির হোসেন (৪৫) ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। ছেলে সজীবকে নিয়ে ঢামেকের সামনে থেকে নাস্তা কিনে আবার বার্ন ইউনিটে ফিরছিলেন তিনি। ওই সময় অ্যাম্বুলেন্স চাপায় আহত হন।
সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দীন খান বলেন, ‘সূর্য বেগমের পেটের বাচ্চা মারা গেছে। তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।