শি জিনপিং দেখা না করায় আমরা মনঃক্ষুণ্ণ : এরশাদ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরে তিনদিনের সফরে এসে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ তাঁর বাসভবন পল্লীনিবাসে এ ক্ষোভ প্রকাশ করেন।
এরশাদ বলেন, ‘চীনের রাষ্ট্রপতি দেখা না করায় আমরা মনঃক্ষুণ্ণ ও মর্মাহত হয়েছি।’
এরশাদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শিডিউল তৈরি করেছে। তবে বিরোধীদলের নেত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের দেখা না হওয়ায় তিনি ও তাঁর দল মর্মাহত এবং মনঃক্ষুণ্ণ হয়েছেন বলেও জানান।
বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আগামী জানুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের ব্যাপারে এরশাদ বলেন, ‘সার্চ কমিটি হোক আর যাই হোক একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
গত ১৪ অক্টোবর ঢাকা সফর করেন শি জিনপিং। সফরে তিনি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।