হাত মেলাননি হিলারি, ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কের আগে করমর্দন করেননি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালক ছিলেন ক্রিস ওয়ালেস।
বিতর্ক শুরুর আগে কুশল বিনিময়ের সময় সাধারণত দুই প্রেসিডেন্ট প্রার্থী হাত মেলান। মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অবস্থিত দ্বিতীয় বিতর্কের সময় হাত মিলিয়েছিলেন হিলারি ও ট্রাম্প। কিন্তু শেষ বিতর্কে মুখোমুখি হওয়ার আগে সরাসরি নিজ নিজ মঞ্চে চলে যান তাঁরা।
গত দুই বিতর্কের মতো শেষ বিতর্কেও যথারীতি ছিল উত্তাপ। এই বিতর্কেও হিলারিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প।
বিতর্কের শেষের দিকে সঞ্চালক হিলারির কাছে জানতে চান, ঋণ কমাতে তিনি কীভাবে ধনীদের কাছ থেকে কর আদায় করবেন। ওই সময় মাইক্রোফোনে ট্রাম্প বলেন, ‘জঘন্য এক নারী।’
ট্রাম্পের উল্লিখিত বক্তব্যের জবাব না দিয়ে বক্তব্য অব্যাহত রাখেন হিলারি।
চূড়ান্ত বিতর্ক শুরুর আগে অবশ্য ট্রাম্প বলেছিলেন, ‘নারীদের প্রতি আমার চেয়ে বেশি সম্মান কেউ দেখায় না।’
বিতর্ক শেষ হওয়ার পর সংবাদমাধ্যম সিএনএন ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ওআরসির জরিপে দেখা যায়, ৫২ শতাংশের সমর্থন পেয়েছেন হিলারি। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৩৯ শতাংশের।