স্বপ্নের অভিষেকে মিরাজ সপ্তম, তবে সর্বকনিষ্ঠ
অভিষেকে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ বা তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টে তিনি এই কীর্তি গড়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মেহেদি হাসান মিরাজ সপ্তম বাংলাদেশি ক্রিকেটার, যিনি অভিষেকেই পাঁচ উইকেট পেয়েছেন।
অবশ্য এই সাত বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মিরাজ সর্বকনিষ্ঠ। অভিষেকের দিনটিতে মিরাজের বয়স হয়েছে ১৮ বছর ৩৬১ দিন। এর আগে ২১ বছর ১০০ দিন বয়সে অভিষেকে পাঁচ উইকেট পেয়েছিলেন সোহাগ গাজী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ছয় উইকেট নিয়েছিলেন তিনি ৭৬ রান খরচায়।
মিরাজের চেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ উইকেট নিয়েছেন বিশ্বের মাত্র মাত্র তিন জন বোলার। ১৮ বছর ১৯৩ দিন বয়সে অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স, ১৮ বছর ২৩৫ দিন বয়সে পাকিস্তানি স্পিনার শহিদ আফ্রিদি এবং আরেক পাকিস্তানি শহিদ নাজির ১৮ বছর ৩১৮ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।
বয়সের হিসেব বাদ দিলে বাংলাদেশের পক্ষে আরো চার ক্রিকেটার অভিষেকে পাঁচ উইকেট পান। তাঁরা হলেন-মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস সানি, মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম।
মঞ্জুরুল ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, মাহমুদউল্লাহ ২০০৯ সালে, ইলিয়াস সানি ২০১১ সালে ও তাইজুল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড গড়েন।