জরিপ কর্মকর্তার হাত ভেঙে দিলেন ইউএনও!
ভোলার বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) তাঁরই সহকর্মী সার্ভেয়ারের (জরিপ কর্মকর্তা) হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত জরিপ কর্মকর্তা হলেন মো. আমিনুল ইসলাম আর ইউএনও মো. আবদুল কুদ্দুস।
আহত আমিনুল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, গতকাল বুধবার দুপুর ২টার দিকে শতাধিক মানুষের সামনে লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন ইউএনও।
কান্নাজড়িত কণ্ঠে জরিপ কর্মকর্তা বলেন, ‘আমরা গরিব। সার্ভেয়ারের ছোট চাকরি করি বলেই ইউএনও স্যার আমাকে এভাবে পিটিয়েছেন। আমার কোনো অপরাধ হলে তিনি আমার বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এভাবে শতাধিক মানুষের সামনে পেটাতে পারেন না।’
আমিনুলের হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। হাসপাতালে শুয়ে তিনি বলেন, ‘এক ব্যক্তি তাঁর কাছ থেকে একটি কাগজ লিখিয়ে আমাকে ৫০ টাকা দিয়ে চলে যান। কিছুক্ষণ পর ইউএনও মো. আবদুল কুদ্দুস স্যার এসে বলেন, ওই ব্যক্তি আমাকে ১৫০ টাকা দিয়ে গেছেন। আমি ৫০ টাকার কথা বললেও তিনি আমার কাছ থেকে ১৫০ টাকা নেন। আমাকে তার অফিসে নিয়ে লাঠি দিয়ে পিটান। স্যার আমাদের এভাবে পিটাতে পারেন না।’
অভিযোগ রয়েছে, এর আগে প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন অভিভাবককে পিটিয়ে আহত করেন এই ইউএনও।
হাসপাতালে আমিনুলের পাশে থাকা তাঁর স্ত্রী সামসুন্নাহর বলেন, ‘আমাদের দেখার নেই কেউ। এই বৃদ্ধ বয়সে ইউএনওর হাতে মার খেতে হয়েছে। আমার স্বামী ২৮ বছর ধরে চাকরি করেন। এ রকম কোনো দিন দেখিনি।’
এদিকে, এ খবর পেয়ে কর্মচারী-কর্মকর্তারা ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের সঙ্গে দেখা করে ইউএনওর বিচার দাবি করেন।
ভোলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও অর্থোপেডিক সার্জন ডা. মো. শরিফুল ইসলাম বলেন, রোগী মো. আমিনুল ইসলাম গতকাল রাত পৌনে ৮টায় হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম হাতের এক্স-রে করে দেখা গেছে হাড় ফেটে গেছে। দীর্ঘ সময় তাঁকে বিশ্রামে থাকতে হবে।
এ বিষয়ে জানার জন্য দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বে থাকা ইউএনও মো. আবদুল কুদ্দুসের সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘আপনি যে বিষয়ে জানতে এসেছেন আমি আপনাকে ওই বিষয়ে কোনো সাক্ষাৎকার দেব না।’
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, ‘এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আহতকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৌখিকভাবে ইউএনও আবদুল কুদ্দুস সার্ভেয়ার আমিনুলকে লাঠি দিয়ে আঘাত করার কথা অস্বীকার করেছেন। তবে যেহেতু অনেক লোক ছিল তদন্ত করে দেখা হবে।’