অভিযোগকারী নারীদের বিরুদ্ধে মামলা করব : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেট্টিসবার্গ এলাকায় আয়োজিত সমাবেশে এ কথা বলেন রিপাবলিকান দল মনোনীত প্রার্থী।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার জনসংযোগকে বাধাগ্রস্ত করতে প্রত্যেক নারী মিথ্যা বলেছে। তা (যৌন হয়রানির অভিযোগ) পুরোপুরি বানোয়াট। ওই ধরনের ঘটনা কখনো ঘটেনি। নির্বাচন সম্পন্ন হলে এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে মামলা করা হবে।’
ট্রাম্প বলেন, ‘ফোনে একটু কথা বললেই বড় খবর হয়ে প্রকাশ করা হয়েছে। আর এ ক্ষেত্রে কোনো বস্তুগত ভিত্তি আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে না।’
গত দুই সপ্তাহে অন্তত ১০ জন নারী অভিযোগ করেছেন যে, ট্রাম্প তাঁদের শরীরে অসৌজন্যমূলকভাবে হাত দিয়েছেন।
২০০৫ সালের একটি ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পর থেকে ওই নারীরা এ ধরনের অভিযোগ আনেন।