‘ত্বকী হত্যার বিচার না হলে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় থাকবে’
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার না হলে দেশের অগণিত শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও ড. আনিসুজ্জামান।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁরা এ আশঙ্কা প্রকাশ করেন।
একই সঙ্গে দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে তা রাষ্ট্রকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলেও মনে করেন তাঁরা।
ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই রাষ্ট্রব্যবস্থা যদি না বদলায় তাহলে সমাজ বদলাবে না। সমাজ না বদলালে ত্বকীরা নিরাপদে থাকবে না। ত্বকী একজন না, এ দেশে লাখ লাখ ত্বকী আছে। তারা কেউ আজকে নিরাপদে নেই। সে জন্য এই বিচারের দাবি এবং ত্বকীদের বাঁচানোর দাবি এবং এই দেশের মনুষ্যত্ব বাঁচানো দাবি।’
ড. আনিসুজ্জামান বলেন, ‘যতদিন ত্বকী হত্যার বিচার না হয় ততদিন রাষ্ট্র এই একটা অপরাধবোধের বোঝা কাঁধে নিয়ে চলবে। আমরা মনে করি যে দেশের মানুষ সবাই তক্বী হত্যার ঘটনায় মর্মাহত।’
২০১৩ সালের ৪ মার্চ নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তানভীর মুহাম্মদ ত্বকীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।