রাগ কমেছে মাশরাফির, আজ মাঠে নামছেন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন তারা। সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস কি না চলমান আসরে হেরেছে টানা তিনটি ম্যাচ। এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেনি একটি পয়েন্ট। দলের এই চরম দুরবস্থার কারণে বেজায় চটেছে মালিকপক্ষ। তাই সোমবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচের আগে হস্তক্ষেপ করেছিল একাদশ নির্বাচন নিয়েও। এতে বেশ ভালোই চটে গিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুধু ক্ষুব্ধ হওয়াই না, হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন মাশরাফি। আজকের ম্যাচে শেষপর্যন্ত খেলবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে কুমিল্লা সমর্থকদের জন্য সুখবর যে, আপাতত রাগ কমেছে মাশরাফির। আজকের ম্যাচে খেলবেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। এ ব্যাপারে মাশরাফি এনটিভি অনলাইনকে বলেন, 'দেখুন আমি একজন পেশাদার ক্রিকেটার। আজকের ম্যাচে অবশ্যই আমি খেলব। আমাদের কাজ হচ্ছে খেলা। না খেলার কোনো কারণ নেই। একাদশ নির্বাচন নিয়ে কিছু মতপার্থক্য হতেই পারে। এটি স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ।'
দলটির ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও নিশ্চিত করেছেন যে আজকের ম্যাচে খেলছেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, 'মাশরাফি আজকের ম্যাচে খেলবেন। না খেলার কোনো কারণ নেই। আমার জানা মতে তেমন কিছু ঘটেওনি।'
আজ সন্ধ্যা ৭টায় মাঠে নামছে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। এর আগে প্রথম তিন ম্যাচে তারা হেরেছে চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস ও খুলনা টাইটানসের সঙ্গে।