সিলেটের মেয়রের মুক্তিতে বাধা নেই
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কোনো আদেশ দেননি।
এর ফলে ওই মামলায় আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল এবং কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল হালিম কাফী।
আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গতকাল রোববার কারাবন্দি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
মামলার বিবরণে জানা যায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলার নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ওইদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা করেন।
প্রথমে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ২০ জুন আরো ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।