অবশেষে ত্রাণ নিলেন সাঁওতালরা
অবশেষে সরকারের দেওয়া ত্রাণ নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের সাঁওতাল জনগোষ্ঠী। আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ওই ত্রাণ বিতরণ করে।
দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে একটি দল মাদারপুর ও জয়পুরপাড়ায় খামারের জমি থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, লবণ, তেল, কম্বল। এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, প্রতিটি বস্তায় ২০ কেজি করে চাল আছে। ১৫০টি পরিবারকে ত্রাণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের কেউই এর আওতার বাইরে থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আহম্মদ আলী, উপজেলা ত্রাণ কর্মকর্তা জহিরুল ইসলাম।
গত সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতে গেলে সাঁওতালরা তা গ্রহণ করেনি। ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকারি ত্রাণ গ্রহণ করবে না বলে জানিয়েছিল তারা।
গত ৭ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা আখ খামারের নিয়ে সংঘর্ষে শ্যামল হেমব্রম নামের এক সাঁওতাল নিহত হন। ওই বিরোধের জের ধরে সেখানে বাস করা প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বেশ কয়েকজন সাঁওতাল আহত হয়। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে।
গত ১৪ নভেম্বর উপজেলা প্রশাসন ত্রাণ নিয়ে যায়। তবে ‘নিজেদের জমি’ ফিরে না পাওয়া পর্যন্ত ত্রাণ নিবে বলে জানায় সাঁওতালরা।