‘সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি’
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। এখানে প্রগতিশীল ও উদার রাজনীতির চর্চা হয়। গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলার সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নোমান এ সব কথা বলেন।
সমাবেশ চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সভায় বিএনপির এই নেতা আরো বলেন, ‘দেশে এখন নির্বাচন হচ্ছে, পার্লামেন্ট হচ্ছে। নির্বাচনবিহীন পার্লামেন্ট ও ভোটবিহীন নির্বাচন দেশের জনগণ সহ্য করবে না।’
মওলানা ভাসানী সম্পর্কে নোমান বলেন, ‘মজলুম জননেতা ভাসানী তাঁর কাজের মাধ্যমে আজও মানুষের মাঝে বেঁচে আছেন। কর্মের জন্য আজও মানুষ তাঁকে মজলুম জননেতা হিসেবে স্মরণ করছে।’
ভাসানীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনামের সভাপতিত্বে প্রধান অতিথি আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
সমাবেশে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ডালিম, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, বিএনপি নেতা লুৎফর রহমান মতিন, জেলা যুবদলের সভাপতি আহম্মেদুল হক শাতিল ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম ও কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু বক্তব্য দেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর নেতৃত্বে নেতাকর্মীরা ভাসানীকে শ্রদ্ধা জানাতে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।