গোবিন্দগঞ্জ পরিদর্শনে ভারতীয় কূটনীতিক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিয়োজিত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শনে আসেন ভারতের এ কূটনীতিক।
এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী হাইকমিশনারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্যরা মাদারপুর ও জয়পুরপাড়া এলাকা পরিদর্শনকালে সাঁওতাল আদিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
অবশ্য এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে তিন সাঁওতাল নিহত এবং বেশ কয়েকজন আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এ ঘটনায় আহত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।