পুলিশ কর্মকর্তা ইথির ‘গহীন বনে’
ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে এ সময়ের সংগীতশিল্পী ইথির একটি মিউজিক ভিডিও। মুক্তির পরপরই গানটি বেশ আলোচিত হয়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজীব হোসাইন। সিনেআর্ট প্রোডাকশনের ব্যানারে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।
এদিকে ইথি পেশায় বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত হলেও গানের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা।
এ বিষয়ে ইথি বলেন, ‘গান গাই আমি প্রাণের টানে। কর্মব্যস্ত জীবন এখন। গানের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। তবুও গানের প্রতি ভালোবাসা থেকে গান গাইতে চেষ্টা করেছি। জানি না কতটা সফল হয়েছি। তবে যদি শ্রোতা-দর্শকরা পছন্দ করে তাহলে আরো গাইব।’
মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেন ইথি নিজেই। এ বিষয়ে ইথি বলেন, ‘ছোটবেলা থেকে গানের পাশাপাশি নাচ করতাম। শিল্পকলা একাডেমি থেকে নাচের তালিম নিয়েছি। যেহেতু আমি নাচতে পারি তাই মডেল হতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। সেই ভাবনা থেকেই মডেল হওয়া।’