গাইবান্ধায় সাহেবগঞ্জ খামারের আখক্ষেতে আগুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ খামারের আখক্ষেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাহেবগঞ্জ খামারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলমগীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার ১১আই ব্লকের জমিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে খামারের ৩৩ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়। তবে কীভাবে এই আগুন লেগেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান ডিজিএম।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান বলেন, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আগুন লাগার ঘটনা জানতে পারেন তিনি।
দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন জানিয়ে ইউএনও বলেন, আধা ঘণ্টা চেষ্টার পর আখক্ষেতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন কেউ লাগিয়েছে কি না বা অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে ৬ নভেম্বর সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন। এ সময় নিহত হন তিন সাঁওতাল। এ ছাড়া এ ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এতে আহত তিন সাঁওতালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায়ও আলাদা মামলা করা হয়। এর পর থেকে ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছিল।