অঙ্কুশ এবার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’
কলকাতার চলচ্চিত্রে যে কজন অভিনেতা ব্যতিক্রমী অভিনয় এবং আকর্ষণীয় নাচের মাধ্যমে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে অঙ্কুশ অন্যতম। বর্তমান সময়ে টালিগঞ্জে কমেডি ধাঁচের সিনেমার প্রধান চরিত্রে তাঁর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে নাচ তো রয়েছে। সম্প্রতি তারই ধারাবাহিকতায় ইউটিউবে মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবির ট্রেলার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এর আগে এ জুটি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শক জনপ্রিয়তা।
রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটিতে অঙ্কুশকে দেখা যাবে ‘হরিপদ’ নামের ব্যান্ডমাস্টারের চরিত্রে। নুসরাত জাহানকে দেখা যাবে ‘সুইটি’ নামের একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। খরাজ মুখার্জি আছেন ‘নন্দলাল’ নামক ডন চরিত্রে, যিনি হরিপদ ব্যান্ডওয়ালাকে চলচ্চিত্র অভিনেত্রী সুইটির সঙ্গে প্রেম করার জন্য পাঠান। এভাবে মূলত ছবির কাহিনী এগোতে থাকে। ট্রেলার দেখে আপাতত এমন মনে হলেও পুরো চলচ্চিত্রে আরো যে নাটকীয়তা রয়েছে, তা সহজে অনুমেয়।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এটি পরিচালকের প্রথম ছবি। দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর ছবি নির্মাণে পরিচালক কতটুকু সফল হয়েছেন, সেটা জানতে হলে দর্শককে ধৈর্য ধরতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত। কারণ, ডিসেম্বরের শীতেই মুক্তি পাবে অঙ্কুশ-নুসরাত জুটির ছবিটি।