আগাম জামিন পেলেন গাইবান্ধার ৩৩ সাঁওতাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের করা মামলায় সাহেবগঞ্জ ইক্ষু খামার ভূমি উদ্ধার কমিটির সহসভাপতি ডা. ফিলিমন বাস্কেসহ ৩৩ জন সাঁওতালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ৩৩ জনকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান এবং সাঁওতালদের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন।
সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান জানিয়েছেন, গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলে আখ মাড়াইকে কেন্দ্র করে পুলিশ ও বাগদা ফার্মের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ কুমার চক্রবর্তী একটি মামলা করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা হিসেবে কয়েশজনকে আসামি করা হয়।
ওই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান ডা. ফিলিমন বাস্কে, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ সাঁওতাল। শুনানি শেষে আজ তাঁদের আট সপ্তাহের আগাম জামিন দেন আদালত।