মানুষ জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে : নূর
মানুষ এখন জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ শনিবার বগুড়ায় প্রধানমন্ত্রীর সফরপূর্ব এক প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে সার্ক কালচারাল সেন্টার। আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। তারই অংশ হিসেবে আজ বেলা সাড়ে ৩টায় সার্কিট হাউসে এ সভার আয়োজন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সদর-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জেলা প্রশাসক আশরাফুজ্জামানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জঙ্গিদের ধারণাকে মানুষ প্রত্যাখ্যান করছে। মানুষ এখন আস্থা ফিরে পাচ্ছে। তার নমুনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসব হয়েছে। আন্তর্জাতিক লোকসংগীত উৎসব হয়েছে, আন্তর্জাতিক সাহিত্য উৎসব হয়েছে।’
‘ঢাকা লিট ফেস্টে ৭০ জনের মতো বিদেশি লেখক ছিলেন, এর মধ্যে একজন নোবেল পুরস্কার বিজয়ী ভি এস নাইপল। যে আস্থাহীনতার জন্ম হয়েছিল সেটি এখন প্রায় কেটেই গেছে। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী বগুড়াকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করবেন। এ নিয়ে যে আয়োজন এবং আমরা দেশ-বিদেশে যে প্রচারের উদ্যোগ নিয়েছি তাতে আমরা আশা করছি, দেশ-বিদেশের অনেক পর্যটক এখানে আসবে’, যোগ করেন মন্ত্রী।