বই উৎসবে কোনো ব্যত্যয় ঘটেনি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘২০১০ সাল থেকে বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নেই। সেটা অব্যাহত আছে। কোনো বছরই আমাদের কোনো ব্যত্যয় ঘটেনি।’
আজ মাতুয়াইল দক্ষিণপাড়া কলেজ রোডে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তবে আমাদের কাজে-কর্মে অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, অনেক সীমাবদ্ধতাও আছে। এটা আপনারা সবাই জানেন, অজানা না। সেদিক থেকে বলা যায় এটি সারা বিশ্বের মধ্যে অতুলনীয় একটা উদাহরণ।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা দুই কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি পাচ্ছে। আগামী ১ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করা হবে পাঠ্যপুস্তক উৎসব দিবস। এরই মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকাংশে কমেছে। পাঠ্যপুস্তক যুগোপযোগী করতে পরিবর্তন আনা হয়েছে কারিকুলাম, সিলেবাসসহ ভাষা, উপস্থাপনা ও বিষয়বস্তুতে।’
নতুন বছরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই ছাপানোর পাশাপাশি নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচটি নতুন বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।