নাসিক নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা
চলমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিয়েছেন ১৬টি সংস্থার ৩১৮ জন দেশি ও একটি বিদেশি সংস্থার দুজন পর্যবেক্ষক।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক এস এম আসাদুজ্জামান বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য জানিয়েছেন।
সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে এক হাজার ৪৬২ জন সরাসরি প্রত্যক্ষ করছেন সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচন। তাঁদের মধ্যে ৬৮৩ জন টেলিভিশন, ৩২৬ জন প্রিন্ট মিডিয়া এবং ১১৩ জন অনলাইন মিডিয়ার সংবাদকর্মী।
দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া প্রথম এই সিটির নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জবাসীর পাশাপাশি সারা দেশের মানুষের রয়েছে ব্যাপক আগ্রহ। তাই আগ্রহের কমতি নেই গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের। ভোটের চুলচেরা পর্যবেক্ষণ গণমাধ্যমের সামনে তুলে ধরছেন তাঁরা।
এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পর্যাপ্ত সাংবাদিক এবং পর্যবেক্ষক পর্যবেক্ষণ করছেন। তাঁদের মাধ্যমে দেশবাসী জানবে, কেমন নির্বাচন হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পর্যবেক্ষক সংস্থাগুলো প্রতি দলের সর্বোচ্চ পাঁচজন করে ভ্রাম্যমাণ হিসেবে ভোট পর্যবেক্ষণ করছেন বলেও জানান মোহাম্মদ আবদুল্লাহ। তবে কোনো কেন্দ্রে বা বুথে স্থায়ীভাবে কোনো পর্যবেক্ষক অবস্থান করতে পারবে না। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তাঁরা স্বল্প সময়ের জন্য ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন বলে জানান তিনি।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বলেন, এ নির্বাচন নয়টি পর্যবেক্ষণ সংস্থা পর্যবেক্ষণ করছে। সংস্থাগুলো হলো—জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), ডেমক্রেসিওয়াচ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রতী, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), হোসস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও ফেমা।
নয়টি সংস্থার ১৮৫ জন স্থানীয়ভাবে ও এদের মধ্যে সাতটি সংস্থার ১৩৩ জন কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করছেন এবং এশিয়া ফাউন্ডেশনের দুই বিদেশি পর্যবেক্ষকও রয়েছেন।