‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমরা যে তথ্য পাচ্ছি, তাতে আমরা এটিই পেয়েছি। পরিস্থিতি সন্তোষজনক, যা আমাদের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ধানের শীষের প্রার্থী, তিনিও বলেছেন।’
‘গত রাত পর্যন্ত সব ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও আজ সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবেন না, যাতে নাসিক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।’
নাসিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু ভোটের যে দেশে আকাল, সে দেশে ভোটাধিকার প্রয়োগ একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এ দেশে গণতন্ত্র এখনো দুর্বল। তাই গণতন্ত্রকে সতেজ ও বলশালী করার জন্য ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি।’
ভোট গণনা সুষ্ঠু হওয়ার প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, ‘সকাল ৮টা থেকে যে পরিবেশ বিরাজমান, আমরা আশা করি বিকেল ৪টা পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকবে এবং ভোট গণনা ও ফল প্রকাশও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।’
সকাল ৮টায় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্যপদে ১৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।