সব ভিড় এখন নারায়ণগঞ্জ ক্লাবের দিকে
ঘণ্টাখানেক আগেও নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ছিল ভোটার, সংবাদকর্মী আর প্রার্থীদের সমর্থকদের ভিড়। এখন সেই ভিড় গিয়ে জমছে নারায়ণগঞ্জ ক্লাবের আশপাশে।
কারণ এখানেই স্থাপন করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর এখান থেকেই প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ, শেষ হয় বিকেল ৪টায়।
ভোটগ্রহণ শেষে কর্মী-সমর্থকদের ঢল যেতে থাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে। সন্ধ্যার পর ক্লাবের বাইরে হাজার হাজার মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে।
তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সাড়ে ৬টার পর থেকে ফলাফল আসতে শুরু করবে।
আজ সারা দিন নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেলা যতই গড়িয়েছে, ততই ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি বেড়েছে ভোটারদের।
এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।