ভোটারদের পালস বুঝতে পেরেছি : শামীম ওসমান
নারায়ণগঞ্জে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কা জয়লাভ করবে। আমি নিজেও ভোট দিয়ে এসেছি। ভোটারদের পালস বুঝতে পেরেছি।’
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘আমেরিকান ইলেকশন নিয়ে হিলারি কথা তুলেছেন। নারায়ণগঞ্জ ইলেকশন নিয়ে কেউ কথা তুলতে পারবে না। নারায়ণগঞ্জে প্রতিবারই শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়। কিন্তু তার আগে এমনভাবে প্রচার করা হয় নারায়ণগঞ্জ শহরটাকে কলুষিত করার চেষ্টা করা হয়।’
আজ সকাল ৮টা থেকে নাসিকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নারায়ণগঞ্জের রিটানিং কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন, নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। এখন ভোট গণনা চলছে। মেয়র পদে এগিয়ে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ সদস্যপদে ১৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ ছিল। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।