প্রার্থীদেরই কৃতিত্ব দিলেন রিটার্নিং কর্মকর্তা
অতীতের সব ‘বিতর্ক’ ছাপিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের সব কৃতিত্ব লড়াইয়ের ময়দানে থাকা প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদেরই দিলেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালা আর কোনো নির্বাচনে এত ভালোভাবে মান্য করা হয়নি। এটা ব্যতিক্রমী ঘটনা। আর এ কৃতিত্ব কেবলই প্রার্থীদের।’
এর আগে বিকেলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান কাজী রকিবউদ্দীন আহমদও নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে তিনটি কারণেরই কথা উল্লেখ করেন। এর একটি ছিল প্রার্থীদের সহযোগিতা।
রাত সাড়ে ১১টা নাগাদ রিটার্নিং কর্মকর্তা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। আইভীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আরো বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেননি। নির্বাচনে অনিয়ম হয়েছে এমন অভিযোগও আসেনি।’
নুরুজ্জামান তালুকদার আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যে শান্তিপূর্ণ পরিবেশ ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়েছে, আশা করি তা অব্যাহত থাকবে।’