আদালত ও পিবিআইর তদন্ত শুরু
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ চিনি কারখানার আখ চাষের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ও এর পরিপ্রেক্ষিতে সহিংস ঘটনার তদন্ত শুরু করেছে জেলার মুখ্য বিচারিক হাকিম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উচ্চ আদালতের নির্দেশে এ তদন্ত শুরু হলো।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিবিআইর বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে গেছে।
শুরুতে তদন্ত দল ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখে। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন।
একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে গেছে।
বেলা ১১টার দিকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ ঘটনা তদন্তে সেখানে অবস্থানরত সাঁওতালদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইউসুফ হোসেন রনি। সাঁওতালরা ৬ নভেম্বরের ঘটনা সম্পর্কে মুখ্য বিচারিক হাকিমকে জানান।